১২ জুলাই ২০২৫

শরনঙ্কর থের’র গ্রেপ্তার দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলকে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরনঙ্কর থের’র গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১ টার শিলক বাজারে আয়োজিত মানববন্ধনোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী রাজা মিয়া সওদাগর।

সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, সমাজসেবক আনোয়ার হোসেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তৃতা করেন বৌদ্ধ নেতা প্রভাত কুসুম বড়ুয়া, দুলাল বড়ুয়া, অজয় বড়ুয়া।

বক্তারা শরনঙ্কর থেরকে বনখেকো, ভূমিদস্যু, ভণ্ড উল্লেখ করে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, নিজের অপকর্ম ঢাকতে শরনঙ্কর থের কখনো ইসলাম ধর্ম ও নবী রাসূলকে আক্রমণ, কখনো বা উসকানিমূলক ভিডিওবার্তা দিয়ে শতবছরের সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গুনিয়াকে রীতিমতো অশান্ত করে তুলেছেন। এর মধ্যদিয়ে তিনি চাইছেন রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হোক, সংঘাত, সহিংসতা ছড়িয়ে পড়ুক।

এসব কারণে রাঙ্গুনিয়ায় সর্বস্তরে অস্থিরতা ও ক্ষোভ তৈরি হচ্ছে। যে কোনো সময় রাঙ্গুনিয়ায় শরনঙ্কর ইস্যুতে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে।

এই পরিস্থিতি মোকাবিলায় ১৪ মামলার আসামি বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরনঙ্কর থেরকে গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অন্যথায় উদ্ভুত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের দায়ী থাকতে হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ার করা হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন