বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৬ ডিসম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মোজ্জাম্মেল হক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ করিটি রঞ্জন বড়ুয়া ও বিভিন্ন দফতরের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, মো. জাকারিয়া, রিদুওয়ানুল হক টিপু, শাহজাদা এস এম মিজানুর রহমান ও ওয়াসিম মুরাদ।
বোয়ালখালী প্রেস ক্লাব :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, এম.এ মন্নান, এস.এম মোদ্দাচ্ছের, রাজু দে, পূজন সেন, সেকান্দর আলম বাবর, আলমগীর চৌধুরী রানা, আল সিরাজ ভান্ডারী, দেবাশীষ বড়–য়া রাজু ও হোসাইন মাহমুদ।
পৌরসভা আওয়ামী লীগ:
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ন আহবায়ক শেখ শহিদুল আলম, নুরুল গণি শাহ, ইসমাইল হোসেন আবু ও সুবল দাশ ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বোয়ালখালী উপজেলা কৃষক লীগ :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বোয়ালখালী উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল, আব্দুল করিম, পৌরসভা কৃষক লীগের সহ সভাপতি মো. সোলাইমান, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ, মো. খোরশেদ ও কামাল উদ্দিন।
বাংলাদেশ জাসদ:
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বোংলাদেশ জাসদ বোয়ালখালী শাখার সহ-সভাপতি এয়াকুব মিয়া, নিরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পদক ওবাইদুল হক,শ্যামল দত্ত, আবু তৈয়ব, শাহাব উদ্দীন, গোলাম মোস্তফা, সমীর চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, মিলন সর্দার, মিন্টু চৌধুরী, আবু তাহের, বকতেয়ার হোসেন ও হেলাল উদ্দীন।
বাংলাদেশ পূজা উদযান পরিষদ:
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযান পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সমীর চক্রবর্তী, সুকুমার নাথ, মাধব ধর, অধীর দে, শ্যামা প্রসাদ দাশগুপ্ত, সুভাশিষ চৌধুরী, রাজু আচার্য, রুমা নাথ, বিউটি চৌধুরী, দিপ্তী মল্লিক, শ্রীবাস বিশ্বাস, কাজল চক্রবর্তী, চম্পক চক্রবর্তী, উজ্জল শীল, শ্যামল বিশ্বাস টিটু, জুয়েল চৌধুরী, শ্যামল বিশ্বাস টিটু, জুয়েল চৌধুরী,মৃণাল কান্তি বিশ্বাস টিটু, ননী চক্রবর্তী, তমাল বিশ্বাস ও নির্ম্মল দে।
আসক ফাউন্ডেশন :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন আসক ফাউন্ডেশন বোয়ালখালী শাখা। এ সময় উপস্থিত এয়াকুব মিয়া, ,গোলাম মোস্তফা, এস এম সেকান্দর, কফিল উদ্দীন, কাজী তমিজ উদ্দীন, ইসতিয়াক, আবুল বশর।
পাঠশালা :
মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’। এ সময় উপস্থিত ছিলেন মিল্টন চৌধুরী, লিংকন তালুকদার, অন্তর দাশ, শ্রীচরন বিশ্বাস, বিজয় চক্রবর্তী, জনি দাস ও সুব্রত দত্ত রাজু।
বাংলাধারা/এফএস/এআর