প্রতিনিধি বোয়ালখালী »
মহান মুক্তিযুদ্ধে বোয়ালখালীর প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকীতে অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি।
বৃহষ্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, শহীদ মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ভাগিনা মো. মোজাম্মেল হক এরশাদ, কামরুল হাছান তুহিন, দিশারী খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক নাজমা আকতার, সমাজ কল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য সোনিয়া শীল, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আকতার লিজা, লিলি, সম্পা, জেরিন, অর্চি, তানজিনা, সাবরিনা প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে খেলাঘরের সদস্যদের মাঝে শহীদ মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের পরিবারের পক্ষ থেকে শিক্ষাসমাগ্রী বিতরণ করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ