বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
দাফন কার্যক্রমে পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ, এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার জানাজার নামাজ তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা ২১ ডিসেম্বর ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা পরদিন সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
মরদেহ প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে এসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের পাশাপাশি জাতি একজন সৎ, নিষ্ঠাবান এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারানোর শোক অনুভব করছে। তার অসামান্য অবদান দেশের প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।