চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরের ২ নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নার আবেদিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা আসলে এক ছেলে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।