ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

শাম্মী সকাল’র কবিতা

শেষ বেলার গল্পে

তোমার শেষ বেলার গল্পে আমি ফিরবো
কোন দখিনা বাতাস হয়ে –
জানালার দাপটে ঝিরিঝিরি বৃষ্টির ফোটা হয়ে
অবেলার রেডিওতে ভলিউম দিয়ে,
তুমি শুনবে বিরহের গান
আজকের সব অবসাদ সেদিন খুঁজে পাবে প্রাণ।

তোমার শেষ বেলার গল্পে আমি ফিরবো
অনুশোচনার বান হয়ে –
স্মৃতি বিজড়িত কোন গান হয়ে
মেঘ হবো তোমার পুড়ো আকাশে গাঢ় অন্ধকারে
পাবে  না খুঁজে সেদিন আর এই আমারে।

তোমার শেষ বেলার গল্পে আমি ফিরবো –
ভালোবাসার ছায়া পথে রেখে যাবো ভালোবাসার বীজ
বেড়ে উঠবে লতা গুল্মের মত ধীরে ধীরে
আমি ফিরবো তোমার শূন্যতা ঘিরে
এতোটা আবদার নিয়ে-
যে তুমি নিজেই যাবে হারিয়ে।

আরও পড়ুন