বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের এক নাগরিকের কাছ থেকে ২৪ পিস সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (৮ মে) সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) চীনের এই নাগরিক দুবাই থেকে চট্টগ্রামে আসেন। বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তাদের। পরে সেটি খুলে তল্লাশি করা হয়।
তিনি বলেন, একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম। সোনার বারগুলো পাওয়ার পর ওই যাত্রী হঠাৎ দৌড়ে বিমানবন্দরের বাইরে চলে যান। এ সময় কাস্টম কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা মিলে ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডেপুটি কমিশনার।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি