বাংলাধারা ডেস্ক »
হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুন) রাতে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটে করে তিনি চট্টগ্রামে এসেছিলেন। সিগারেট নিয়ে আসা ওই যাত্রীর নাম আব্দুল মোমেন। তিনি সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। এরপর শুল্ক গোয়েন্দা টিমের সহায়তায় ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন ২ হাজার টাকা বাজারমূল্য হিসাব করলে এসব সিগারেটের দাম প্রায় ৪ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা জানান, এসব সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।