বাংলাধারা প্রতিবেদন »
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে না পারায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার দুটি ফ্লাইট।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ফ্লাইট দুটি অবতরণ করে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) চট্টগ্রামে অবতরণ করে। পরে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান জানান, সন্ধ্যায় ঢাকায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে ফ্লাইট নামতে পারছে না। ইতোমধ্যে দুইটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। আরও ফ্লাইট চট্টগ্রামে অবতরণের সম্ভাবনা আছে।
বাংলাধারা/এফএস/এমআর