বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজাহগামী এক যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
শনিবার (১ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরে ঢোকার মূখে গাড়ি তল্লাশী গেইটে ওবায়দুর রহমান (৩০) নামে ঐ ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, বন্দরের প্রবেশদ্বারে রুটিন তল্লাশীর সময় সিএনজি অটোরিকশাতে করে আসা এক যাত্রীকে সন্দেহ হলে সিকিউরিটি বক্সে এনে তার ব্যাগেজ তল্লাশী করা হয়। এসময় তার হাত ব্যাগ থেকে ৫ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ওবায়দুর রহমান আজ সন্ধ্যায় এয়ার এরাবিয়ার সারজাহগামী ফ্লাইট জি ৯-৫২৪ এর যাত্রী ছিলেন। তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর