কক্সবাজার প্রতিনিধি »
‘উখিয়া আওয়ামী লীগকে দুর্বল করতে বিএনপি-জামায়াতের সাথে জোট বেধেছে আওয়ামীলীগ থেকে পদত্যাগকারী এক নেতা। তিনি নিজে গঠনতন্ত্রকে পদদলিত করে গঠনতন্ত্রের দোহাই দিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন। আওয়ামীলীগ বিরোধী শক্তির সাথে আতাত করে তাদের নীলনকশা বাস্তবায়ন করছেন।’
কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পালং গার্ডেনের হলরুমে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নেতা-কর্মীদের সতর্ক করে নেতৃবৃন্দ বলেন, গঠনতন্ত্র মতে- অধ্যক্ষ শাহ আলম-জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বৈধ। এ কমিটির নেতৃত্বেই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চলবে।
সভায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মানসিক অস্থিরতায় ভোগছেন আওয়ামী লীগের পদত্যাগকারী সভাপতি। তাই তিনি সন্ত্রাসী ভাষায় হুমকি-ধমকি দিচ্ছেন।
তিনি হুমকি ধমকি ও বিশৃঙ্খলা সৃষ্টকারীদের সতর্ক করে বলেন, আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। সংগঠনের স্বার্থে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দেব। কিন্তু কোন নেতাকর্মী আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগ বর্ধিত সভার নামে চিঠি ছাপিয়ে চিঠিতে গঠনতন্ত্রের ধারা উল্লেখ করে নেতাকর্মীদের সাথে প্রতারণা করেছেন হামিদুল হক চৌধুরী।
উখিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু, ইস্কান্দর হোসেন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন চৌধুরী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরওয়ার কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ, পালংখালী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর ফরহাদ মানিক, হলদিয়া ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, রাজাপালং ৪ ওয়ার্ড সভাপতি মফিদ আলম, জালিয়াপালং ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল প্রমূখ।
পরে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উখিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে- হলদিয়া পালং, রাজাপালং, রত্নাপালং, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ও বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়।
বাংলাধারা/এফএস/এএ