১২ জুলাই ২০২৫

শিক্ষক নেতা কমরেড সুনীল চক্রবর্তী আর নেই

বোয়ালখালী প্রতিনিধি »

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্তী (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে আসছেন।

কমরেড সুনীল চক্রবর্তী বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান। তিনি শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিরঞ্জন চক্রবর্তীর ছেলে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। পশ্চিম শাকপুরা অংকুর খেলাঘরের প্রতিষ্ঠাতা, মানস রঞ্জিনী সমিতির সাবেক সভাপতি শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বোয়ালখালী শাখা, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখা, দিশারী খেলাঘর ও উদীচি শিল্পী গোষ্ঠী বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন