বাংলাধারা ডেস্ক »
পড়ছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্কুল-কলেজ পড়ুয়া চট্টগ্রামের কিছু শিক্ষার্থী।
‘মানুষ মানুষের জন্য’—এই বাণীকে বুকে ধারণ করে শুক্রবার (১৩ জানুয়ারি) আলোকবর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রায় ১৫০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় ১৫০টি কম্বল।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাহিত্যপাড়ার পরিচালক মনোজ মিত্র ও মিশু পালসহ আলোকবর্তিকা ফাউন্ডেশনের সভাপতি দীপ রায়, সহ-সভাপতি অতুলন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দাশ, ক্রীড়া সম্পাদক চন্দ্রমৌলি চৌধুরী জিজু, সহ-ক্রীড়া সম্পাদক ওম শংকর সেন, প্রচার সম্পাদক কৌশিক নাথ প্রমুখ।
শীতবস্ত্র হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে শীতার্ত মানুষ।