বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড বিগত কয়েক বছরে ভেঙ্গে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে অযোগ্য মানুষ নিয়োগের মাধ্যমে এ জাতিকে দু’যুগ পিছিয়ে দিয়েছে। শিক্ষকদেরকে দক্ষ না করে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে যে ক্ষতি করেছে জাতির তেমনি ক্ষতিগ্রস্থ হয়েছে মেধাবী শিক্ষার্থী। তাই বর্তমানে এ দেশকে মেধায় পরিপূর্ণ করার জন্য শিক্ষা কারিকুলাম পরিবর্তনের আগে শিক্ষকদের দক্ষতা অর্জন জরুরী বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে থেকে উত্তর হাটহাজারীর মির্জাপুর জয়নুল উলুম মাদ্রাসা, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর আইডিয়্যাল কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ পরিদর্শন পূর্বক শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল আলম সওদাগর, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন সহ প্রত্যেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।
মতবিনিময় কালে সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুগউপযোগী শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদ, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং অভিভাবকের সমন্বয়ে সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, কোন অশুভ শক্তি যেন গণতান্ত্রিক পরিবেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।