ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

শিরোপা জিতে ভারত কত টাকা পেল, বাংলাদেশের ঘরে এলো কত

তৃতীয়বারের মতো মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।  আগে ব্যাট করে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। এ নিয়ে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। এর আগে ২০০২ (যৌথভাবে) ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ভারত। 

রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ভারত। টুর্নামেন্টে ফাইনালে সেরা ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা (৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৭৬ রান)। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)। গোল্ডেন ব্যাট (সব থেকে বেশি রান):- রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)। গোল্ডেন বল (সব থেকে বেশি উইকেট):- ম্যাট হেনরি (৪টি ম্যাচে ১০টি উইকেট)।

শিরোপা জেতার দিনে চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। আর রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। এই দুই দলের জন্যই ছিল ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল।

টাইগারদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর ‘বি’ গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ৬ষ্ঠ স্থানের জন্য আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। তবে পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি।

আরও পড়ুন