ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

শিল্পকলায় ভাগ্যধন বড়ুয়ার কবিতাসন্ধ্যা ‘মুখর হলো মায়ার ধারাপাত’ অনুষ্ঠিত

দেশের নন্দিত কবি ভাগ্যধন বড়ুয়ার কবিতায় ‘মুখর হলো মায়ার ধারাপাত’ শীর্ষক কবিতাসন্ধ্যা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ছোটকাগজ ও প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটির আয়োজনে এবং বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস’র সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজন সাজানো হয়েছিল কবিতাপাঠ, গান, আবৃত্তি ও কথামালা দিয়ে।

অনুষ্ঠানের শুরুতে নিজের কবিতাপাঠ করে আয়োজনের সূচনা করেন কবি ভাগ্যধন বড়ুয়া। এরপর স্বাগত বক্তব্য দেন খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।

আবৃত্তি পর্বে কবির অপ্রকাশিত কিছু কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শুভ্রা বিশ্বাস, মশরুর হোসেন, ঐশী পাল, মো. মুজাহিদুল ইসলাম, শ্রাবনী দাশগুপ্তা এবং লুবাবা ফেরদৌসি সায়কা।

কবির ‘অপর পৃষ্ঠার বৃত্তান্ত’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী ও প্রণব চৌধুরী।

‘নদীর নিজস্ব ঘ্রান’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন অনির্বান চৌধুরী, জেবুন নাহার শারমিন ও মোহাম্মদ সেলিম ভূইয়া।

‘জিলিপি পাহাড়’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মৌ দত্ত, আরমান হাফিজ এবং সাফা মারওয়া।

কবির ‘লাভ লেইন’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুষ্মিতা দত্ত, শারমিন মুস্তারী নাজু এবং কারিশমা কবির ঐশী।

আবৃত্তির মাঝে কবি ভাগ্যধন বড়ুয়ার কবিতা ও জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, কবি সেলিনা শেলী, কবির সহধর্মিনী নিবেদিতা বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ