ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

শিল্পীর তুলির আঁচড়ে সাজছে প্রতিমা

সুমন পল্লব, হাটহাজারী »

সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে হাটহাজারী উপজেলা ১১৪টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মৃৎশিল্পীরা জানান, পূজার দিন যত ঘনিয়ে আসছে, তত ব্যস্ততা বেড়ে চলেছে। প্রতিমার কাজ শেষ করতে দিন-রাত পুরোদমে কাজ চলছে। প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। রং তুলি আছরে মধ্য দিয়ে কাজ সম্পন্ন হবে। প্রতিবছর এ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি। তাই যতই পূজা মণ্ডপ বাড়বে ততই আমাদের আয় রোজগার ভাল হবে।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর ভালোভাবে পূজা উদযাপন করতে না পারলেও এবছর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার আশা মন্দির কমিটির। গত বছর ১১০টি হলেও এবছর পূজা মণ্ডপ বেড়েছে আরও ৪টি। সর্বমোট ১১৪টি পূজা মণ্ডপ। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ব্যবস্থা করা হচ্ছে। তাই সন্তুষ্ট প্রকাশ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

ধলই ইউনিয়নের ব্রজধাম আশ্রম পূজা মণ্ডপ কমিটির সভাপতি বিধান বনিক জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রতিবছর মতোই এবারও আমাদের পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পূজা মণ্ডপে প্রতিবছরের মতোই এবছরও প্রতিনিয়ত মনিটরিং করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার লায়ন শ্রী অশোক কুমার নাথ বলেন, ‘প্রতি বছরের ন্যায়ে এ বছরও আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সাথে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করিছি। আশা করি, এ বছর ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। মা দেবী দূর্গার আগমনী বার্তা ভক্তদের মাঝে বিরাজ করছে উল্লাসের। তবে এবছর পূজা মণ্ডপে ডিজে পরিহার ও সিসিটিভি ক্যামরা বসানোর বিষয়ে প্রতিটি মণ্ডপে অনুরোধ জানিয়েছি। এবছর হাটহাজারীতে ছোট বড় মিলে ১১৪টি পূজা অনুষ্ঠিত হবে।’

হাটহাজারী মডেল থানার কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ জানান, এ বছর সরকারের নির্দেশনা মোতাবেক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। আশা করি, আমার থানাধীন পূজা উদযাপনে বিন্দু মাত্র কোন ত্রুটি হবে না। যদি কেউ পূজা নিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর চেস্টা করে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন