ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

শিশুদের ঈদ আনন্দে অনন্য মাত্রা যোগ করবে বিশ্বরঙ

ঈদ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের মনে। শিশুদের ঈদ আনন্দে এক অনন্য মাত্রা যোগ করে ছোটদের ঈদের পোশাক। একটি সুন্দর ঈদের পোশাক ছোটদের এই খুশিকে বাড়িয়ে দেয় বহুগুণে।

ঈদকে ঘিরে সব বয়সের মানুষকে কমবেশি কোনাকাটা করতে দেখা গেলেও ঈদের পোশাক নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ থাকে ছোটদের মধ্যে। ছোটদের সব খুশি আবর্তিত হয় এই ঈদের পোশাক ঘিরে। তাই ঈদের কেনাকাটায় তাদের বায়নারও অন্ত নেই। ঈদে পরিবারের ছোট সদস্যের পোশাক নিয়ে থাকে অনেক ভাবনা। ঈদের কেনাকাটায় শিশুদের পোশাক যেমন তাদের পছন্দসই হতে হবে। সেইসাথে মাথায় রাখতে হবে গরমের বিষয়টিও।

আবহাওয়া, চলতি ট্রেন্ড আর ডিজাইনে বেশ রঙিন হবে এবার ছোটদের ঈদ আয়োজন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিন্নতা এসেছে পোশাকের ধরন ও ডিজাইনে। আজকাল শুধু বড়দের পোশাকই নয়, ছোটদের পোশাকেও এসেছে বৈচিত্র্য ও নান্দনিকতা।

এবারের ঈদে গরম আবার বৃষ্টি-এ বিষয় মাথায় রেখে অনেকটাই আবহাওয়া উপযোগী রকমারি ডিজাইন নিয়ে উৎসব পার্বণে বাংলাদেশের ফ্যাশনকে সৃজনশীলতার মাধ্যমে সুন্দর, পরিচ্ছন্ন, পরিশীলিত, মার্জিত ও আধুনিক ভাবে ফ্যাশন সচেতন ক্রেতা সাধারণ ও ফ্যাশন সচেতন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবে বিশ্বরঙ।

কিছু কিছু সৃষ্টির পেছনে থাকে দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের আয়োজন। সুদীর্ঘ ২৯ বছরের বাংলাদেশের বিভিন্ন উৎসব আয়োজনে, বিশ্বরঙ ছড়িয়ে দিয়েছে অগণিত সৃষ্টিশীল ভাবনা, সেই সাথে অগণিত শৈল্পিক সৃষ্টকর্ম। পরবর্তীতে যা অনুসরণ ও অনুকরণ করেছেন অনেকেই। যেকারণে ঈদের কেনাকাটায় সার্থকতা এবং সফলতার গল্পে অনেকদূর এগিয়ে আছে বিশ্বরঙ।

বিশ্বরঙ কর্তৃপক্ষ জানায়, ভিনদেশী কালচারকে পেছনে ফেলে তারা তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সব সময় প্রাধান্য ভিত্তিতে মূল্যায়ন করে আসছে। বিশ্বরঙ চায় কাজের মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে এক ঐতিহ্যপূর্ণ ও সৌন্দর্যপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশকে তুলে ধরতে।

বিশ্বরঙ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অধিকাংশ মানুষই পারিবারিকভাবেই আগামী প্রজন্মকে ভিনদেশী কালচারে অভ্যস্ত করে তুলছে। যা আগামী বাংলাদেশের জন্য ভয়ানক রূপ ধারণ করবে। তাই বাঙালী বা দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বিশ্বরঙ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশী শিশুদের দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে বিশ্বরঙ ‌ট্রাইব ইন বিশ্বরঙ কার্যকর ভূমিকা পালন করবে মনে করছেন সচেতন মহলণ। বিশ্বরঙের দাবি, দীর্ঘদিনের গবেষণামূল কাজ, বিশ্বরঙ পরিবারের বিশেষ বৈশিষ্ট্য। যার অপেক্ষা করে থাকে সারাদেশ, দেশের বাইরে বসবাসকারী প্রবাসী ক্রেতা এবং শুভানুধ্যায়ীরা। তাই প্রতিবারের মতো এবারও বিশ্বরঙের এই আয়োজন ক্রেতাদের মন কাড়বে বলে জানান তারা।।

আরও পড়ুন