ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

শিশুদের নিয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’র ‘কিপ দিজ ম্যাজিক এলাইভ’

ঈদ মানে সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ করা। তারই ধারাবাহিকতায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা ১২তম বারের মত আয়োজন করেছে ‘কিপ দিজ ম্যাজিক এলাইভ’।

চট্টগ্রাম নগরীর আরবি কনভেনশন হলে ১২৮ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে এই আয়োজনের শুরুতে শিশুদের নিয়ে ইনডোর গেমস আয়োজন করা হয়, এরপর তাদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবকরা একসাথে ইফতার সম্পন্ন করে। শিশুদের ঈদ খুশি রাঙাতে তাদের জন্য ঈদের নতুন জামা এবং তাদের পরিবারের জন্য ঈদের শুকনো খাবার উপহার দেওয়া হয়।

২৫০ জন ভলেন্টিয়ার নিয়ে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৩ সালের এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাস পুরষ্কার বিজয়ী এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন ঈদের প্রকৃত শিক্ষার বহিঃপ্রকাশ। এসডিজি লক্ষমাত্রা অর্জনের এই আয়োজন প্রশংসার দাবিদার।’

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভিবিডির ন্যাশনাল বোর্ডের সদস্যরা, ভিবিডি চট্টগ্রাম জেলার অ্যালামনাই এবং ডিভিশন বোর্ডের সদস্যরা।

ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি আহনাফ সাফিনের সভাপতিত্বে ইভেন্ট লিডার হিসাবে ছিলেন তাহসিনা আক্তার আরশি কো-লিডার হিসাবে ছিলেন সাইফুল ইসলাম। এছাড়াও ছিলেন জেলা বোর্ডের সদস্য ইমরান কবির, রাফি উদ্দিন, আসিফুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আমেরিকান কর্নার চট্টগ্রাম, মুন্নাস একাডেমি, বিজগো, এএমএমএস গ্রুপ, মদিনা গার্মেন্টস এবং সাইফস গ্রাফিক্স মাল্টিভার্সের সাথে ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নের জন্য অংশীদারিত্ব করেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ