বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা অর্জন করা গেলো বলেই অর্থনৈতিক উন্নতি-সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। তিনি বাংলাদেশের করোনা মোকাবেলা ও দেশের উন্নয়নে অগ্রযাত্রার পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। যা আমাদের জন্য বড় অর্জন।
সোমবার সকালে চান্দগাঁও এনএমসি স্কুল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এসরারুল হক ও আশরাফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএমসি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এ দেশকে একসময় যারা তলা বিহীন ঝুড়ি হিসেবে নিন্দা করতো বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এই দেশটি আজ বিশ্ব মাঝে উন্নয়নের যাত্রায় অভিযাত্রী। তাই তিনি অতি সম্প্রতিকালে সি.ডি.জি উন্নয়নে ভূমিকা রাখার জন্য পদক প্রাপ্ত হয়েছেন। অথচ দুঃখের বিষয় এই অর্জনকে কখনো রাজনৈতিক প্রতিপক্ষরা স্বীকার করেন না কারণ তার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও স্বাধীনতা বিরোধী অপশক্তি। তাই তাঁর ৭৫তম জন্মদিনে সুস্থতা ও দীঘায়ু কামনা করা প্রত্যেক দেশপ্রেমিকের প্রার্থনা হওয়া উচিত।
মেয়র কোভিড পরিস্থিতিতে দীর্ঘ ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলায় সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। যাতে করে যেকোন ঝুঁকি থেকে নিজেকে ও দেশকে রক্ষা করা যায়।
বাংলাধারা/এআই