ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙনের সুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমিটি গঠন নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা। নতুন কমিটিতে অনিয়ম ও অবমূল্যায়নের অভিযোগ তুলে এবার প্ল্যাটফর্ম ছাড়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়ক রাসেল আহমেদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—সন্ধ্যার আগে সংকটের সমাধান না হলে তিনি ও তাঁর সম্মুখযোদ্ধারা প্ল্যাটফর্ম ছাড়তে বাধ্য হবেন।

বিতর্কের শুরু ও আন্দোলনের উত্তাপ

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘোষিত ৭৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি নিয়েই মূলত শুরু হয় এই টানাপোড়েন। চট্টগ্রাম শাখার একাংশ দাবি করছে, যোগ্যদের বঞ্চিত করে বহিরাগত, ব্যবসায়ী, নারী হেনস্তায় অভিযুক্ত এবং কিশোর গ্যাং সংশ্লিষ্টদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীদের একাংশ।

কমিটি বাতিলের দাবি, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কিছু সমন্বয়ক দাবি করছেন, ‘আন্দোলনে সক্রিয় ও সামনে থেকে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের বাদ রেখে এমন লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যারা গত ছয় মাসে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে।’

তাঁদের অভিযোগ, নারী হেনস্তার অভিযোগ থাকা ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে, অথচ কেন্দ্রের কাছে অভিযোগ দেওয়া সত্ত্বেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বীদের কমিটিতে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

নগরের লালখান বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধীদের একাংশ

চট্টগ্রামে উত্তপ্ত পরিস্থিতি, কেন্দ্রের অবস্থান কী?

সংগঠনের কেন্দ্রীয় নেতারা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা আলোচনার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

তবে বড় প্রশ্ন—এই সংকট দ্রুত সমাধান না হলে কি সংগঠনের অভ্যন্তরে ভাঙনের সুর আরও প্রকট হবে? রাসেল আহমেদের মতো শীর্ষস্থানীয় নেতা যদি পদত্যাগ করেন, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কোন পথে যাবে? উত্তরের অপেক্ষায় আন্দোলনকারীরা।

আরও পড়ুন