১২ জুলাই ২০২৫

শুটিংয়ে পা ভেঙে হাসপাতালে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক »

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পা ভেঙে গেছে বলিউড কুইন শিল্পা শেঠীর। আগামী ৬ সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। দ্রুত সুস্থতার জন্য ভক্তদের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

হাসপাতালের হুইল চেয়ারে বসে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টার পায়ে হুইল চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন শিল্পা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রোল, ক্যামেরা, অ্যাকশন- পা ভাঙল।’

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন শিল্পা। বুধবার সেই সিরিজের অ্যাকশন দৃশ্যে শট দিতে গিয়ে এ ঘটনা ঘটে। আপাতত দেড় মাস তাকে বেড রেস্টে থাকবে হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে শিল্পা তার ইনস্টাগ্রামে একটি শুটিংয়ের ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে শিল্পাকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।

আরও পড়ুন