ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

শুরুর ঝড় সামলে ভারতকে ৩১৪ তে আটকালো টাইগাররা

বাংলাধারা প্রতিবেদন »

এজবাস্টনের ছোট মাঠ। ব্যাটিং সহায়ক উইকেট। তার ওপর টসটাও যায় বাংলাদেশের বিপক্ষে। বল হাতে তাই শুরুতে ভারতীয় শিবিরে ধাক্কা দিতে হতো। কিন্তু শুরুতে মুস্তাফিজের বলে স্কোয়ার লেগে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন তামিম। সেই রোহিত সেঞ্চুরি করে সৌম্য সরকারের বলে ফেরেন। এরপর কেএল রাহুলকে ফেরান রুবেল হোসেন। ম্যাচের ৩৯তম ওভারে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। পরে ভালো খেলা ঋষভ পান্তকে তুলে নেন সাকিব। শুরুর ঝড় সামলে ভারতকে ৩১৪ তে আটকালো টাইগাররা।

ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে। রোহিত শর্মা ১০৪ রান করে আউট হন। মারেন সাতটি চার ও পাঁচটি ছক্কা। ব্যক্তিগত ৯ রানে ক্যাচ দেন তিনি। এরপর রাহুল ৭৭ রানে রুবেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

পরে বিরাট কোহলিকে ২৬ রানে ফেরান মুস্তাফিজ। একই ওভারে হার্ডিক পান্ডিয়াকে শূন্য রানে ক্যাচ বানান ফিজ। ঋষভ পান্ত দলকে এগিয়ে নিচ্ছেলেন। তাকে ৪১ বলে ৪৮ রান করার পর ক্যাচে পরিণত করেন সাকিব। এমএস ধোনিও আউট হলেন ৩৫ রানে আউট হলেন মুস্তাফিজের বলে।

রোহিত শর্মা চলতি বিশ্বকাপে চারটি সেঞ্চুরি পেয়েছেন। এছাড়া ডেভিড ওয়ার্নারের ৫১৬ রান ছাড়িয়ে আসরের সর্বোচ্চ ৫৪৪ রান করেন তিনি। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েন। এছাড়া এমএস ধোনিকে ছাড়িয়ে (২২৮) ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ ২৩০ ছক্কার রেকর্ড গড়েছেন।  

বাংলাদেশ দলে এ ম্যাচে দুই পরিবর্তন। সোমবার প্রায় ৪০ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন করেন মাহমুদুল্লাহ। কিন্তু ম্যাচের দিন তিনি ফিটনেস টেস্ট পার হতে পারেননি। তার বদলে দলে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে। এছাড়া মেহেদি মিরাজের বদলে খেলছেন রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ। 

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন