১২ জুলাই ২০২৫

শেখ কামাল আমাদের মাঝে চিরভাস্বর হয়ে আছেন : বিজিএমইএ নেতা নাছির

বাংলাধারা ডেস্ক »

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটিয়া জাতীয় শোক দিবস পালন কমিটি উদ্যোগে শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকালে পটিয়াস্থ রয়েল কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সেলিম নবীর সভাপতিত্বে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির।

এসময় মোহাম্মদ নাছির বলেন, জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও সরকারি কোন পদ পদবি ও ক্ষমতার প্রতি তাঁর আকর্ষণ ছিলনা। শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন ক্রীড়াঙ্গনে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা। শেখ কামাল আমাদের মাঝে চিরঞ্জীব-চিরভাস্বর হয়ে আছেন।

তিনি আরও বলেন, জাতির জনক ও তার পরিবারের এই নির্মম হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। জাতির জনকের সুযোগ্য কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার হারানোর নিদারুণ মর্মবেদনা বুকে নিয়েই পিতার আদর্শ বাস্তবায়নে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে মানুষের জন্য কাজ করে যাওয়ার এটা একটি জাজ্বল্যমান উদাহরণ।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক, সাইফুদ্দিন, সবুজ বড়ুয়া, মাঈন উদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউনুচ সওঃ, আলী ওসমান, আবুল হোসেন মাখন, কাজী জাফরুল্লাহ্, ছৈয়দ তালুকদার, প্রতিমা চৌধুরী, হাসিনা আক্তার, নাজিম উদ্দিন তালুকদার, বেলাল, দিদারুল হক জসিম, তরিৎ চৌধুরী, আমির হোসেন, রতন বিশ্বাস, অ্যাডভোকেট শিমুল দত্ত, কুতুব উদ্দিন, ইমতিয়াজ সোহেল, সাইফুল আলম শাপলা, মুরাদ চৌধুরী, রিয়াদ, শেখ শাখাওয়াত হোসেন, এস এম পারভেজ, ফায়সাল, কাজী নুরুদ্দিন, সাহেদ, জয়নুল আবেদীন, কাজী আনিস, মোবাশ্বের, অর্ক মিত্র, ওয়াসিক সাকিব, সিরাজুল ইসলাম বাপ্পি, মিনহাজুল আবেদীন মুন্নাসহ প্রমুখ।

আরও পড়ুন