মাদারবাড়ি পোর্ট সিটি হাউজিং সোসাইটি বালুর মাঠে শুরু হতে যাচ্ছে শেখ রাসেল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর। এস এ ফ্যামিলির পৃষ্ঠপোষকতায়, চট্টলার ঐতিহ্যবাহী ‘আলোর ঠিকানা’ ক্লাবের উদ্যোগে আগামী ৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে এ টুর্ণামেন্টের।
ইতোমধ্যে টুর্ণামেন্টে অংশগ্রহণে দলগুলোর নাম অন্তর্ভূক্তি চলছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দল অন্তর্ভুক্ত করা যাবে। এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দল ৩০ হাজার টাকা।
এছাড়াও প্রতি খেলায় থাকবে ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা, সুশৃঙ্খল দল, সেরা টিম ম্যানেজার, সেরা দর্শকসহ আরো নানা পুরস্কার। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজাদী ও অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা।