ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

শোকসভায় সাংবাদিকের ওপর হামলা: সিটিআরএনের নিন্দা ও প্রতিবাদ

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের শোকসভায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ অভি ও স্টাফ ক্যামেরাপার্সন সুজন চন্দ্র দাশের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টাস নেটওয়ার্ক- সিটিআরএন।

প্রতিবাদ লিপিতে লিখা হয় সংবাদ সংগ্রহে গিয়ে কর্তব্যরত রিপোর্টারের কাজে বাঁধাদান ও হামলার শিকার হওয়া কোনভাবেই মেনে নেয় যায়না। এর পুরো দায়ভার যারা ঘটিয়েছেন ও যারা অনুষ্ঠান আয়োজন করেছে তাদের নিতে হবে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া ও সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিটিআরএন। অন্যথায় ভবিষ্যতে নিরাপত্তা বিবেচনায় এ সংগঠনের আগামীদিনের যেকোন অনুষ্ঠান বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

সংগঠনের আহবায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি, শহিদুল সুমন আজ এ বিবৃতি দেন। ঘটনার পর শ্রমিক দলের কাছে বিষয়টির ব্যাখ্যা চায় সিটিআরএন।

এসময় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সভাপতি এ এম নাজিমউদ্দীন জানান, শোক সভায় আগত সাধারণ কর্মী সমথর্কদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে ।

এছাড়াও দোষীদের বিরুদ্ধে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়টিও সিটিআরএন এর যুগ্ম আহবায়ক একে আজাদকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।

এক্ষেত্রে সিটিআরএন এর সার্বিক সহায়তা কামনা করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সভাপতি।

আরও পড়ুন