ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ১২৪ রানেই আটকে রেখেছিল প্রথমে বোলিং করতে নামা বাংলাদেশ। পরে ২৮ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশও কঠিন চাপে পড়েছিল। তাওহিদ হৃদয় মিডল অর্ডারে ২০ বলে ৪০ রানের অসাধারণ একটা ইনিংস খেলে সেই চাপ কাটিয়েছেন। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের হিসেবে ব্যাটিংয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আজ ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা কতদূর যাবে এই ম্যাচের ফলের ওপর অনেকটা নির্ভর করছে বলে মনে করা হচ্ছিল। রোমাঞ্চকর জয়ে নিজেদের এগিয়ে রাখল বাংলাদেশ।

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। এর আগে লংকানদের বিপক্ষে বিশ্বকাপে দুবার দেখা হয়েছে, দুবারই হেরেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে তিনটা উইকেট এনে দেওয়া রিশাদ হোসেন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচসেরা হলেন বাংলাদেশি লেগস্পিনার।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলংকার ১২৮ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল বাজে। আধুনিক টি-টোয়েন্টিতে এই রান তেমন কিছুই নয়। তবু কেন জানি ভেঙে পড়ল বাংলাদেশের টপ অর্ডার। অনেকদিন যাবত টপ অর্ডারের যে ভণ্ডুল দশা আজও সেটা দেখা গেছে।

অফ ফর্মে থাকা লিটন দাসকে তিন নম্বরে ঠেলে তরুণ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে ওপেনিংয়ে পাঠানো হয়। তবুও কাজে আসেনি। ধনঞ্জয়া ডি সিলভার বলে প্রথম ওভারেই ফিরেছেন সৌম্য। তানজিদ তামিম ফিরেছেন পরের ওভারে। চার নম্বরে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ৭ রান করে দলীয় ২৮ রানে ফিরলে বড় চাপেই পরে বাংলাদেশ।

তবে পাঁচ নম্বরে তাওহিদ হৃদয় ক্রিজে আসার পরই দৃশ্যাপট পাল্টে যায়। তিন নম্বরে নেমে লিটন দাস আজ বেশ স্বাচ্ছন্দে ব্যাট করেছেন সেটা বলা যাবে না, তবে চতুর্থ উইকেট জুটিতে হৃদয়ের সঙ্গে তার ৬৩ রানের জুটিটাই বাংলাদেশ ইনিংসের মেরুদণ্ড। এতে লিটনের অবদান ১৮ বলে ১৮, আর হৃদয় ২০ বলে করেছেন ৪০ রান!

ফর্মে থাকা হৃদয় ক্রিজে নেমে সহজাত ব্যাটিং করে গেছেন। ১২তম ওভারে ওয়েন্দু হাসারাঙ্গাকে পরপর তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন হৃদয়।

আরও পড়ুন