১২ জুলাই ২০২৫

ষষ্ঠ শ্রেণির ভর্তিতে ১১ বছরের শর্ত স্থগিত, হাইকোর্টের আদেশ

বাংলাধারা প্রতিবেদন »

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এখন ১০ বছরের বেশি যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ১১ বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হল।

হাইকোর্ট একই সঙ্গে অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমাও বাড়িয়েছে। আদালত এই সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর আদেশ দিয়েছেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন