ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

সংকট নিরসনে এটিআইয়ের প্রশাসনিক ভবনে তালা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

রাঙামাটি প্রতিনিধি »

শিক্ষক ও পরিবহন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) প্রায় দুইশত শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে দুপর ২টা পর্যন্ত আন্দোলরত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারিরা ভেতরে অবরূদ্ধ হয়ে থাকে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ৭২ ঘণ্টার মধ্যে দাবি পুরণ না হলে আগামী শনিবার থেকে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের বিভিন্ন পোস্টার-ফেস্টুন হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বেলা দুইটা পর্যন্ত অবস্থান নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬ সাল থেকেই রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১৬ জনের স্থলে মাত্র দুইজন শিক্ষক দিয়ে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। রাঙামাটি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার অদূরে অবস্থিত একমাত্র কৃষি ডিপ্লোমা এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে যাওয়া আসার জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থাও নেই। এছাড়াও প্রতিষ্ঠানটি রাঙামাটি-খাগড়াছড়ি প্রধান সড়কের সাথে লাগোয়া হওয়ার পরেও সম্মুখ সড়কে দেওয়া হয়নি স্প্রিড ব্রেকার। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ।

এমতাবস্থায় বারবার দাবি জানিয়ে আসলেও বিগত এক দশকেও রাঙামাটির এটিআইয়ে পরিবহন ও শিক্ষক সংকট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।

আন্দোলনরত ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা জানায়, আগামী আগস্টে আমাদের ফাইনাল পরীক্ষা, তারপর আমরা এখান থেকে পাশ করে বের হয়ে যাবো। কিন্তু বিগত চার বছরে শিক্ষকবিহীন এই প্রতিষ্ঠান থেকে আমরা কি শিখলাম আর জাতিকে আমরা কি-ইবা দিতে পারবো? এমতাবস্থায় আগামী প্রজন্মের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। তারা যেন আমাদের মতো পরিস্থিতির শিকার না হয়।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন রাঙামাটিস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ। পরবর্তীতে রাঙামাটি কৃষি বিভাগের পরিচালক, উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ করলে দাবি পূরণে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেয় শিক্ষার্থীরা।

এ সময় কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়া পুরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমিসহ মোট দুইজন শিক্ষক এখানে অবস্থান করছি এবং মাঝে মধ্যে কৃষি অফিস থেকে অফিসারদের এনে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে আসছি।

তিনি আরও জানান, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিগত দুই বছর ধরে অধ্যক্ষের পদটি খালি রয়েছে। এছাড়াও বিগত এক দশক উপাধ্যক্ষ পদে-১, মূখ্য প্রশিক্ষক-৪, উর্ধ্বতন প্রশিক্ষক-১, প্রশিক্ষক-৭ জনের একজনও নেই। ১৬ জনের মধ্যে মাত্র দুজন নিয়েই চলছে রাঙামাটির কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা শীঘ্রই এসব বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বস্থ করেছেন।

আরও পড়ুন