শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক আমির আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে মরহুমের পুত্র বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সংগঠক আমিনুল হক বাবু জানিয়েছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর পূর্ব মাদারবাড়ি নসু মালুম মসজিদে জানাজার নামাজ শেষে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হবে।
মুরহুম আলহাজ্ব আমির আলী বিসিআইসির ডিজিএম হিসেবে তার কর্মজীবন সমাপ্ত করে মাইজভান্ডারী তরিকার অনুসারী ছিলেন। এ ছাড়াও তিনি পূর্ব মাদারবাড়ি নসু মালুম মহল্লা কমিটি, নসু মালুম মসজিদ কমিটি, ওয়ার্ডের সালিশ কমিটি সহ পূর্ব মাদারবাড়ী এলাকার বহুবিধ সংগঠনের সাথে সমাজকর্মে যুক্ত ছিলেন। তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সদস্য ছিলেন।