ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

সংসদের দক্ষিণ প্লাজায় মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার জানায়।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানান।

দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সর্বসস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এর পর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

রাতে মরদেহ নেওয়া হবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদের গ্রামের বাড়িতে। আগামীকাল রোববার সকাল ১০টায় নিজ গ্রামে অধ্যাপক মোজাফফর আহমদেরকে দাফন করা হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। গত ১৪ আগস্ট থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

মোজাফফর আহমদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন ধরে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

এদিকে প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন