ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সংসদ অধিবেশন বসছে ৫ জানুয়ারি

বাংলাধারা ডেস্ক »

আগামী ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বছরের ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল গত ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৪৩৯টির উত্তর দেন তারা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া যায় ৯১টি। বিল পাস হয় ৪টি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে গঠিত হয় একাদশ জাতীয় সংসদ।

আরও পড়ুন