ksrm-ads

১৫ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

সংস্কারাধীন কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

কালুরঘাট সেতু

চট্টগ্রামের সংস্কারাধীন কালুরঘাট সেতুতে এমভি সমুদা ১ নামের একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দিয়ে আটকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাহাজটি কালুরঘাট সেতুর মাঝখানে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজ ভেসে এসে সেতু ধাক্কা দেয় এবং আটকে যায়।

এঘটনার খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কন্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। এরপর কি ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাবে। জাহাজটির কর্তৃপক্ষের সাথেও কথা বলবেন বলে জানান তিনি।

আরও পড়ুন