ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

সকল গণ অভ্যুত্থানের মূল্যবোধকে সামনে নিয়ে চট্টগ্রামে বিজয় মেলা উদ্ভোদন

বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ — প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হচ্ছে বিজয় মেলা। এই মেলায় আলাদা করে নজর কাড়বে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণ অভ্যুত্থান ও ২৪’র গণ অভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে মেলায় থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথা মালা।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ির সার্কিট হাউজ সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘরের সামনের মাঠে ৬ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন’বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি, কালচার ও সংস্কৃতির বহিপ্রকাশ ঘটাতে সবার মতামতের ভিত্তিতে মেলার জন্য একটি স্থায়ী মাঠ খুঁজে বের করবো। আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে এই সংস্কৃতির বহিপ্রকাশ মেলাতেই হয়ে থাকে। ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো সকলের মতামত নিয়ে। কেননা আপনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াকে রুপায়ন করা।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজয় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদা খানম বলেন, ‘চট্টগ্রাম কৃষ্টি-কালচারে ভরপুর একটা জেলা। এখানে প্রতিবছর বাণিজ্য মেলা হয়, বিজয় মেলা হয়। আমাদের সবোর্চ্চ চেষ্টা থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে একটা খেলার মাঠ ও একটা মেলার মাঠ পার্মানেন্ট (স্থায়ী) যাতে করতে পারি।’

 

উল্লেখ্য, প্রথমে ক্রীড়াতারকাদের ‘জন্মস্থান’ নগরের আউটার স্টেডিয়ামে করতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নেয়। পরে সেটিও পরিবর্তন করে বিজয়মেলা বসে কাজীর দেউড়ির সেই ‘পরিত্যক্ত’শিশুপার্কে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ