ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

সচলের দুদিন যেতে না যেতে ফের বিকল সেই ডেমু ট্রেনটি

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রাম-দোহাজারী রুটের ডেমু ট্রেনটি সচলের দুইদিনের মাথায় আবারও বিকল হয়ে গেছে। ফলে এই রুটে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের ট্রেন যাতায়াতকারী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব গোমদণ্ডী রেলওয়ে ষ্টেশন মাস্টার অনুপম দে বলেন, ডেমু ট্রেনটি গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শহর থেকে পটিয়া স্টেশনে পৌঁছে। আবার যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিকেল থেকে বন্ধ হয়ে যায় ট্রেনটি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ত্রুটি সেরে আটদিন পর চলাচল শুরু করলেও দুই দিন যেতে না যেতে আবারও বিকল হয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করতো। ২০২১ সালের ৫ এপ্রিল এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটের কারণে বন্ধ হয়ে গেলে ডেমু ট্রেনটি ছিলো দক্ষিণ চট্টগ্রামবাসীর ভরসা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ