ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

সন্তানসহ পদ্মায় ঝাঁপ দিলেন মা!

বাংলাধারা প্রতিবেদন»

বাসচাপা পড়ার ভয়ে দৌলতদিয়ায় ফেরির পন্টুন থেকে চার বছর বয়সী কন্যা সন্তানসহ পদ্মা নদীতে ঝাঁপ দেন এক নারী।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় তাদের তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।

নদীতে ঝাঁপ দেওয়া ওই নারী যাত্রীর নাম রোকসানা বেগম (২৯) এবং তার কন্যা শিশুর নাম মেহরাব হোসেন (৪)। তারা মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী-সন্তান। সপরিবারে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

উদ্ধারকারী মনির হোসেন বলেন, ওই নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সাথে ফেরিতে উঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাস ফেরিতে উঠার জন্য পন্টুনে গেলে ওই নারী ভয়ে পাশে সরতে গিয়ে কোলের সন্তানসহ নদীতে পড়ে যান। তা দেখার সাথে সাথেই নদীতে ঝাঁপ দিয়ে তাদেরকে ধরে ফেলি। পরে তার স্বামীও নদীতে ঝাঁপ দিয়ে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন এবং ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন