শীতার্ত মানুষের কাছে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়ে দিতে সারা দেশের চৌদ্দশরও বেশি শাখা উপশাখার ন্যায় আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
সোমবার(১৩ জানুয়ারি) সন্দ্বীপ শাখার প্রাঙ্গণে একশো প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই শীতের কম্বল বিতরন করা হয়।
আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার কাজী মো: কাইসার হামিদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মো: আল আমিন, ক্রেডিট অফিসার মো: আমিনুর রসুল, ট্রানজেকশন সার্ভিস অফিসার মেহেদি হাসান রিজভী, মো: আব্দুল মান্নান, মিথুন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার পাশাপাশি উক্ত শাখার নিয়ন্ত্রণাধীন শিবের হাট শাখার উদ্যোগেও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।