সন্দ্বীপ প্রতিনিধি »
চট্টগ্রামের সন্দ্বীপে বজ্রপাতে শাখাওয়াত (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২২ মে) দুপুরে হরিষপুর ৯ নাম্বার ওয়ার্ডের মনু ব্যাপারীর বাড়ির পাশে মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে৷
নিহতের ভগ্নিপতি সাহাবউদ্দিন জানান, আজ দুপুরে প্রচন্ড বাতাস সহ বজ্রপাতের সময় শাখাওয়াত বাড়ির পাশ্ববর্তী মাঠে ছিলো, সেসময় বজ্রপাতে শাখাওয়াতের মৃত্যু ঘটে।
নিহত শাখাওয়াত (২৬) বাউরিয়ার ইউনিয়নস্থ চাঁন ফকিরের বাড়ির কারীউল মাওলার ছেলে। হরিষপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে মনু ব্যাপারীর বাড়ি নিহত শাখাওয়াতের বোনের বাড়ি, গত কিছুদিন যাবৎ সে হরিষপুর বোনের বাড়িতে বসবাস করছিল।
বাংলাধারা/এফএস/এমআর