ksrm-ads

৭ অক্টোবর ২০২৪

ksrm-ads

সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসনে গবাদি পশু বিতরণ

সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য গবাদি পশু গরু বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক জরিপ পরবর্তী কর্মসূচির আওতায় ২ মে (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বরে সন্দ্বীপ পৌরসভার এক ভিক্ষুককে বাছুরসহ মা গরু বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এ সময় উপস্থিত উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, সমাজসেবা অফিসার তাজিমুল হালিম, শিক্ষা অফিসার খোরশেদ আলম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার তাজিমুল হালিম জানান ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৭ জন ভিক্ষুক পেশায় রয়েছে। এদের মধ্যে আজকে একজনকে ১ লাখ ২২ টাকা ব্যয়ে মা গরু বিতরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি অনুযায়ী আগামীতে বাকি ভিক্ষুকদেরও পুনর্বাসনের আওতায় আনায় হবে।

আরও পড়ুন