ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

সন্দ্বীপে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত

সন্দ্বীপ প্রতিনিধি »

১৫’ই আগষ্ট জাতীয় শোকদিবস। ৭৫’র এই দিনে বাঙ্গালী জাতির জীবনে ঘটে যায় সবচেয়ে নৃশংসতম অধ্যায়, সপরিবারে হত্যা করা হয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সারা দেশের ন্যায় সন্দ্বীপে-ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয় জাতীয় শোকদিবস। বাংলাদেশ আওয়ামীলীগ সন্দ্বীপ উপজেলা শাখা জাতির পিতার পতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুরুকরে, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

শোকর‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে দলটি। শোকদিবস উপলক্ষে শোকর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ ও হারিয়ার ৭১ সংগঠন।

দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সন্দ্বীপ উপজেলা প্রশাসন, এরপর যথাক্রমে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বঙ্গবন্ধু পরিষদ, হাতিয়ার৭১ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজ ও সর্বোস্তরের জনসাধারণ।

শ্রদ্ধা নিবেদন ও শোকর‍্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হুদার সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ, ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন, জেবুন্নেসা জেসী, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম।

পরে জাতীয় শোকদিবস উপলক্ষে সন্দ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় শোকদিবস উপলক্ষে মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়, দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন