১৮ নভেম্বর ২০২৫

সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব হলেন আবুল হাসান ফয়সাল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা শাখাার অধীন সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের ১নং যুগ্ম-আহবায়ক আবুল হাসান ফয়সাল-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোবার (৪ মে) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী এটি অনুমোদন করেন।

দায়িত্বপ্রাপ্ত ফয়সাল ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং দলের প্রতি তার নিষ্ঠা ও কার্যকর ভূমিকা বিবেচনায় নিয়েই এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

ছাত্রদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, এই নতুন নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ