ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

সমন্বয়ক রাফিকে প্রাণে মারার হুমকি

বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুধু তাই নয়, প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান খান তালাত মাহমুদ রাফি।

যেখানে পোস্টের সাথে তিনি একটি স্ক্রিনশটও যুক্ত করেন। সেখানে দেখা যায় ০১৮৩৭৭৭৭২৮৪ নম্বর থেকে তাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে বলা হয়, ‘Tumi ses hoye jabe only 3 day bro’। অর্থাৎ তিনদিনের মধ্যে রাফিকে শেষ করা হবে। ওই নম্বরের নিচেই ‘Golam Rabbani’ লেখা রয়েছে এবং তার ছবি রয়েছে।

রাফি তার পোস্টে লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রব্বানী আজকে আমাকে মেরে ফেলার হুমকি দিলো! ব্যাপারটা অনেক সুন্দর না? প্রথম ১২ জুলাই ২০২৪ ইং আমাকে কল দেয় এবং জিজ্ঞেস করে, আমার কি লাগবে, তাছাড়াও বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। সবশেষে যখন কনভিন্স করতে পারেনি তখন আমাকে নানানভাবে হুমকিধামকি দিয়ে কল কেটে দেয়।’

আজ হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ঠিক একই নাম্বার থেকে আজ(১৮-০১-২০২৫ ইং) সকাল ১১ টায় কল দেয়, প্রথম কলটা রিসিভ করিনি, দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলো, চিনতে পেরেছি কি না! আমি চিনেও বললাম, না চিনতে পারিনি। তারপর কল কেটে দেয় এবং সাথে সাথেই মেসেজ করলো, ‘Tumi ses hoye jabe only 3 day ব্র’। আমি জানি না, আমি আর কতদিন বাঁচতে পারবো! প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে। কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে। ’

‘আমি ১১ই জুলাই মরে গেছি, আমারে মৃত্যুভয় দেখিয়ে লাভ নাই। আর জুলাইয়ে আমাকে কিনতে পারো নাই, দাবায় রাখতে পারো নাই। এখনও পারবা না। ৩ আগস্ট আম্মা আমারে বলছিলো, ‘যা করবা বীরের মতো মাথা উঁচায়া করবা’। এটাই আমার বাকি ছিলো, এটাও পেয়ে গেছি। আমার আর কোনো প্রাপ্তি নাই। শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক।’ লিখেছেন রাফি।

এ বিষয়ে জানতে চাইলে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘একটু আগেই মেসেজটা পেলাম। একই নম্বর থেকে রাব্বানীর সাথে আগেও কথা হয়েছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি বলেন, ‘এখনো এদের (গোলাম রাব্বানী) মতো খুনিরা এবং সন্ত্রাসীরা এভাবে ঘুরে বেড়াচ্ছে? তাদেরকে কেন গ্রেপ্তার করা যায়নি? ঘুরে বেড়াচ্ছে বলেই আজকে আমাকে হুমকিটা দিতে পারলো। আমার কিছু হলে অবশ্যই এই সরকারের সুশীলতার দায়ী থাকবে এবং যারা আমাদের মধ্যে সুশীল আছে তারাও এটার জন্য দায়ী থাকবে।’

এ বিষয়ে গোলাম রাব্বানীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মম্বরে একাধিকবার কল করা হলেও সেটি প্রতিবারই বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ