পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে মুহুরী পাড়ার ঐতিহ্যবাহী সংগঠন প্রত্যাবর্তনের উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজিত হলো কুরবানী ব্যাংক।
মঙ্গলবার (১৮ই জুন) নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়াস্থ এয়ার মো: মহরা কমপ্লেক্স জামে মসজিদে এই আয়োজন করা হয়। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঈদের আনন্দ ভাগ করে দিতে ২,৫০০ মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়।
প্রত্যাবর্তনের সদস্যরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতে কুরবানী পশুর দামের এই উর্ধ্বগতিতে অনেকেই কুরবানী করতে পারছেন না। যার ফলে কুরবানীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ফলে সুবিধাবঞ্চিত এসব মানুষকে কুরবানীর গোশত দিয়ে একবেলা আহার করাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এ সমস্ত আয়োজনকে ব্যাপক রূপ দেয়ার কথাও জানান তারা।
উপস্থিত সাধারণ জনগণ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে আরো ব্যাপক সহায়তার আশ্বাস দেন। এসময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রত্যাবর্তনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রত্যাবর্তনের পক্ষ থেকে সমাজের বিত্তবানদেরকে পিছিয়ে পড়া জনগণের পক্ষে এগিয়ে আসার আহবান জানানো হয়।