ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

সমাবর্তনের প্রশ্ন এড়িয়ে গেলেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৫ তম বার্ষিক সিনেট সভার প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সমাবর্তন না হওয়া ও সমাবর্তন কবে হবে সে বিষয়ে জানতে চাইলে প্রশ্নটি একপ্রকার না শুনোর ভাণ করে এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার।

রবিবার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৫ তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। এ বাজেটেও সমাবর্তনের জন্য কোনো বাজেট পাশ হয়নি। ৩৫ তম বার্ষিক সিনেট সভায় সভাপতির বক্তব্য ও বাজেট উপস্থাপন পর্ব শেষ হলে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়, এ পর্বে সিনেট সদস্যরা প্রশ্ন করেন আর সিনেট সভাপতি, সিনেট সচিব ও অন্য সিনেট সদস্যরা উত্তর দেন।

এই প্রশ্নোত্তর পর্বে সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয় না। এসময় তিমি চবির ৫ম সমাবর্তনের ব্যাপারে জানতে চান।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অন্যান্য সিনেট সদস্যের প্রশ্নের জবাব দিলেও ড. আব্দুল্লাহ আল ফারুকের করা প্রশ্নের জবাব না দিয়ে পরবর্তী সিনেট সদস্যের প্রশ্নে চলে যান। সিনেট সভা সমাপ্ত হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনা করেননি চবি উপাচার্য।

প্রতিষ্ঠার পর থেকে কেবল চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। যার ফলে হাজার হাজার শিক্ষার্থী প্রতীক্ষার প্রহর গুণছেন পরবর্তী সমাবর্তনের। বিশ্ববিদ্যালয়ের সিনেটে কোন ছাত্র প্রতিনিধি না থাকায় সাংবাদিক কিংবা শিক্ষকরা প্রায়ই সমাবর্তনের বিষয় নিয়ে প্রশ্ন তুলেন। বিভিন্ন সময় জবাবে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিভিন্ন সময় চবির ৫ম সমাবর্তনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন