বাংলাধারা ডেস্ক »
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে, কাউন্সিল যথাসময়েই হবে। আওয়ামী লীগের কাউন্সিল মানেই নতুন নেতৃত্ব। নবীন-প্রবীণ মিলিয়ে নতুন কমিটিকে ঢেলে সাজানো হবে। কমিটিতে নতুন মুখ থাকবে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে পুরাতন মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে প্রতিপক্ষের প্রতি সহনশীল যে আচরণ করা দরকার, তা শেখ হাসিনা সরকার করছে। ভবিষ্যতেও সরকারের এমন সহনশীল আচরণ অব্যাহত থাকবে।
সেতুর কাজ পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এএ