বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোক জড়ো করে হাত ধোয়ার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জানা যায়, জাতীয় পার্টির নগর সভাপতি সোলায়মান আলম শেঠের আয়োজনে নগরীর আন্দরকিল্লা, চকবাজার গুলজার মোড়, ওয়াসা, জিইসি, অক্সিজেনসহ বিভিন্ন মোড়ে ১০ হাজার সাবান, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র নাছির।
শনিবার (২১ মার্চ) মেয়র নাছিরের এমন কর্মকান্ডে রীতিমত অবাক হয়েছেন সবাই। এ নিয়ে নগরজুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
এই সমাবেশের ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ইদ্রিস আলী লিখেছেন, করোনা ভাইরাসের ভয়াল থাবায় এখন নিস্তব্ধ সারাবিশ্ব। শেষমেষ এর হাত থেকে রক্ষা পায় নি বাংলাদেশও। অথচ এই পরিস্থিতিতে লোক জড়ো করে হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা কতটা যৌক্তিক !
রোজিনা জেরিন লিখেছেন, এমনিতেই করোনায় আতঙ্কের মধ্যে আছে গোটা দেশ। প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। উনাদের হাত ধোয়ার সামগ্রী দেয়ার এতই ইচ্ছা থাকলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতেন।
সীমান্ত বড়ুয়া লিখেছে, এই জনসমাগমের মাধ্যমে যদি করোনা ভাইরাস ছড়ায়, এর দায়ভার কে নিবে?
উল্লেখ্য, সারাদেশে করোনা রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে দুইজন এবং ভাইরাস পাওয়া গেছে ২৪ জনের মধ্যে।
বাংলাধারা/এফএস/টিএম