ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

সরকারি সফরে সস্ত্রীক কক্সবাজারে রেলমন্ত্রী !

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কক্সবাজারে এসেছেন। দ্বিতীয় বিয়ের পর এই প্রথমবার কক্সবাজার এসেছেন মন্ত্রী ও নববিবাহিত স্ত্রী শাম্মী আক্তার মনি। সরকারি সবগুলো অনুষ্ঠানে মন্ত্রীর সাথে থাকবেন তাঁর নববিবাহিত স্ত্রী মনি।

রেলপথ মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত সফরসূচি মতে মঙ্গলবার দুপুরে নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার পৌঁছান মন্ত্রী। নববিবাহিত স্ত্রী মনিকে নিয়ে উঠেন কক্সবাজার শহরের পাঁচ তারকা মানের হোটেল ওশান প্যারাডাইস।

বুধবার কক্সবাজারে নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশনসহ দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন কালে মন্ত্রীর খুব কাছে ছিলেন তাঁর নববিবাহিত স্ত্রী শাম্মী আক্তার মনি। আইকনিক স্টেশনে পৌঁছার পর স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মন্ত্রী ও তার স্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চলতি বছরের ৫ জুন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আক্তার মনিকে ইসলামী শরীয়া ও সরকারি আইন অনুসরণ করে বিয়ে করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিয়ের পর এই প্রথমবার তারা দুজন একসাথে কক্সবাজার আসলেন।

মন্ত্রীর সফরসূচিতে এটি সরকারি সফর বলে উল্লেখ করে, সফরকালে মন্ত্রীর একান্ত সচিব সহকারী একান্ত সচিব সিনিয়র তথ্য কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা সফর সঙ্গী হবেন এমনটি রয়েছে।

প্রসঙ্গত, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানের বিয়ে হয়েছে।

পঞ্চগড় দুই (বোদা দেবিগঞ্জ) আসন থেকে নবম, দশম ,এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন । ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন তিনি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন