চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে। তিনি দাবি করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার নানা কৌশল অবলম্বন করছে। তাই দেশের স্বার্থে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচনের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য করবেন না। শুধু নির্বাচনই নয়, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ড. ইউনুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদেও রাস্তায় নামতে হতে পারে।”
তিনি আরও বলেন, “দেশ ও বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত গণমানুষের দল। এ দলকে দুর্বল করার ষড়যন্ত্র কখনো সফল হবে না।”
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। সদস্য সচিব আবুল কালাম আজাদ, এস এম মনসুর চৌধুরী ও জালাল উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে আরও বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
বিএনপি নেতারা স্পষ্ট করে বলেন, সরকারের একগুঁয়েমি মনোভাব গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। অন্যথায়, সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা।