রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মোজাহের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দুরখীলের এজাহার মিয়া ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাহের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দুরখীল এলাকার এজাহার মিয়া ফকির বাড়ির মো. হারুনের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে আবু তাহের (৩৫), বাদশা মিয়ার ছেলে ফয়জুল্লাহ (২৫), ইব্রাহীমের ছেলে ফরহাদ (১৯), আব্দুর রশিদের ছেলে জামাল (২৫) ও খায়ের আহাম্মদের ছেলে জামাল উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের একটু পর দোকানে বসে সবাই গল্পগুজব করেছিলেন। এসময় ওই এলাকার বিদুৎ বন্ধ করে ২০-২৫ জন সন্ত্রাসীদের একটি দল দোকানে এসে গুলাগুলি শুরু করে এবং এতে মোজাহেরের ডান পায়ে গুলি লাগে এবং অন্যান্যদেরও ধারালো রাম দা ও অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ মোজাহেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোনাফ গগণমাধ্যমকে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এজাহার মিয়া ফকির বাড়ির দিদারের সঙ্গে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ওই বাড়িতে হামলা চালায়।
খবর পেয়ে তাৎক্ষণিক চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীমের (বিপিএম) নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।