১৫ জুলাই ২০২৫

সর্বোচ্চ লেনদেনের পরিমাণ বাড়ছে ব্রোকারেজ হাউজে

বাংলাধারা ডেস্ক »

ব্রোকারেজ হাউজগুলোতে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৮ লাখ টাকা নগদ লেনদেন করতে পারবেন, এমন বিধান রেখে নির্দেশনা আসছে। বর্তমানে একজন বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা নগদ উত্তোলন করতে পারেন।

রোববার (১১ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, পুঁজিবাজারে ক্যাশ ট্রানজেকশন (নগদ লেনদেন) সর্বোচ্চ ৮ লাখ টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ বিএসইসির কাছে দৈনিক লেদেনের পরিমাণ বৃদ্ধি করে ১০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিলো। এরই প্রেক্ষিতে বিএসইসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে একজন বিনিয়োগকারী দিনে সর্বোচ্চ ৮ লাখ টাকা জমা দিয়ে শেয়ার কিনতে পারবেন। অথবা শেয়ার বিক্রি করে নগদ সর্বোচ্চ ৮ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ কোনো ব্রোকারেজ হাউজ একজন গ্রাহককে সর্বোচ্চ ৮ লাখ টাকা ক্যাশ দিতে পারবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন